• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

থাইল্যান্ড ভ্রমণে যাওয়ার নতুন নিয়ম


বাঞ্ছারামপুর বার্তা | ভ্রমণ ডেস্ক এপ্রিল ২৫, ২০২৫, ০১:২৮ পিএম থাইল্যান্ড ভ্রমণে যাওয়ার নতুন নিয়ম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য হচ্ছে থাইল্যান্ড। দেশটিতে প্রতিবছর বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এবং এই কারণে দেশটির পর্যটন শিল্প ক্রমেই বাড়ছে।
থাইল্যান্ডে ভ্রমণ বা অন্য যেকোনো উদ্দেশ্যে প্রবেশ করতে হলে আগামী ১ মে থেকে বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী সকল পর্যটকের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) বাধ্যতামূলক করেছে থাইল্যান্ড।
বৃহস্পতিবার ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণ বিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে ফরম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন-এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট-যে কোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাঁকে কার্ডটি পূরণ করতে হবে।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।
এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা উত্তম।

Side banner