• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

গরমে ঘুরতে গেলে যে বিষয়গুলো মানা অতি জরুরি


বাঞ্ছারামপুর বার্তা | ভ্রমণ ডেস্ক এপ্রিল ১৩, ২০২৫, ০৬:২০ পিএম গরমে ঘুরতে গেলে যে বিষয়গুলো মানা অতি জরুরি

চলছে গরমকাল। বেড়েছে রোদের তীব্রতা। এই সময় অনেকেই ভ্রমণ থেকে দূরে থাকেন। কিন্তু যারা ভ্রমণপিপাসু তাদের আটকে রাখা দায়। তাই গরমেও কোথাও ঘুরতে গেলে কিছু বিষয় বিবেচনায় রাখা জরুরী। 
এজন্য গরমে কোথাও ঘুরতে যাওয়ার আগে সঙ্গে বেশ কিছু জিনিস নেওয়া উচিত। পাশাপাশি সুস্থ থাকতে মেনে চলতে হবে কয়েকটি বিষয়। চলুন তবে জেনে নেওয়া যাক গরমে ভ্রমণের সময় যেসব বিষয় মেনে চলবেন-
১. আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন ও সেখানকার আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে আগেই জেনে নিন। তারপর সে অনুযায়ী প্রস্তুতি নিন।
২. ভ্রমণের সময় বেশিরভাগ মানুষই বমি করেন। গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়। তাই গাড়িতে ওঠার আগে বা পরে মসলাদার কোনো খাবারই খাওয়া উচিত নয়। তাই ভ্রমণের সময় ব্যাগে জ্বর, ঠান্ডা, কাশি, স্যালাইন, গ্যাস ও বমির সমস্যার ওষুধ রাখুন। এ ছাড়া সঙ্গে পানি নিতে ভুলবেন না।
৩. ব্যাগে মনে করে সানস্ক্রিন ক্রিম নিয়ে যাবেন। অতিরিক্ত রোদ আপনার ত্বকের জন্য ক্ষতিকর। তাই অন্তত ছয় ঘণ্টা পর পর মুখ পরিষ্কার করে সানস্ক্রিন লাগাতে পারেন।
৪. ভ্রমণে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। এ সময় সুতির কাপড়ের বিকল্প নেই। যতটা সম্ভব ঢিলেঢালা ও খোলামেলা পোশাক পরুন।
৫. ব্যাগে সবসময় সানগ্লাস রাখবেন। যা আপনার চোখকে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করবে। কিছুক্ষণ পর পর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এতে আরাম লাগবে।
৫. ব্যাগে অবশ্যই টিস্যু পেপার রাখতে হবে। ঘাম মোছার জন্য রাখতে পারেন সুতি রুমাল। পায়ে পরতে পারেন হালকা স্যান্ডেল টাইপ জুতা।
৬. মোবাইলের চার্জারসহ পাওয়ার ব্যাংক, ক্যামেরা সঙ্গে নিয়েছেন কি-না চেক করে দেখুন।
৭. সঙ্গে ভারি কোনো খাবার নয় বরং হালকা খাবার নিন। বিস্কুট, কেক, মুড়ি, চিড়া ইত্যাদি নিতে পারেন।

Side banner