• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

কাজাখস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২৫, ০৯:১১ পিএম কাজাখস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বৃষ্টিস্নাত ম্যাচে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এলো দ্বিতীয় কোয়ার্টারে। কাজাখস্তান দ্রুতই সমতা ফেরাল। তবে তৃতীয় কোয়ার্টারে ছড়ি ঘুরিয়ে বাংলাদেশ তুলে নিল দাপুটে জয়।
ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ।
পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নায় পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল-রাকিবুলরা।
অবশেষে পেনাল্টি কর্নার থেকেই ২৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এর একটু পরই মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট। তাতে ছেদ পড়ে বাংলাদেশের ছন্দে। সেই সুযোগে পেনাল্টি কর্নার থেকে ৩০তম মিনিটে আগিমতাইয়ের লক্ষ্যভেদে সমতায় ফেরে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে আসা কাজাখস্তান।
হারানো ছন্দ বাংলাদেশ ফিরে পায় তৃতীয় কোয়ার্টারে। এক মিনিটের ব্যবধানে তারা তুলে নেয় দুই গোল। ৩৮তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাঈম উদ্দিন ও পরের মিনিটে রাকিবুলের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ৩-১। এই কোয়ার্টারের শেষ দিকে সোহানুর রহমান সবুজের লক্ষ্যভেদে ব্যবধান আরও বাড়ে।
জয়ের ঘ্রাণ নিয়ে চতুর্থ কোয়ার্টার শুরু করা বাংলাদেশ ব্যবধান বাড়াতে ছিল না মরিয়া। শেষ দিকে পেনাল্টি স্ট্রোক থেকে দলের বড় জয় নিশ্চিত করেন আশরাফুল।
আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা।

Side banner