• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৩, ২০২৫, ১২:৩২ পিএম পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পিছিয়ে থাকা দলকে ফিরিয়ে এনে জয় উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা।
শনিবার (১২ এপ্রিল) রাতে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রোনালদোর ক্লাব আল নাস্র। ম্যাচের দুই গোলেই নায়ক পর্তুগিজ মহাতারকা। ম্যাচের প্রথমার্ধে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় আল নাসর, যার পুরোটাই রোনালদোর অসাধারণ ফুটবল সেন্সের ফসল।
৫৬তম মিনিটে সাদিও মানের বাড়ানো বলে এক ছোঁয়ায় গোল করে সমতায় ফেরান রোনালদো। এরপর ৬৪তম মিনিটে মানের কাটব্যাক বিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন। বল চলে যায় রোনালদোর পায়ে, যেখান থেকে দুর্দান্ত এক ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।
টানা চার ম্যাচে গোল করে চলেছেন ৪০ বছর বয়সী রোনালদো। সৌদি প্রো লিগে তার গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭২টি। সব প্রতিযোগোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার ল এখন ৯৩৩টি। অর্থাৎ, স্বপ্নের হাজার গোলের মাইলফলকের আর মাত্র ৬৭ গোল দূরে তিনি।
গত সপ্তাহেও আল হিলালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। সেই ধারাবাহিকতা ধরে রেখেই এবারও দলের ভরসা হয়ে উঠলেন তিনি।
লিগ টেবিলে ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসর। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল এবং ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। 
রোনালদোর দুর্দান্ত ফর্ম দেখে মনে হচ্ছে, তার হাজার গোলের স্বপ্ন আর খুব দূরের নয়। এখন শুধু সময়ের অপেক্ষা।

Side banner