ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন হয়। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, সমাজ সেবা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস আলী, পূর্বহাটি ক্যাপ্টেন তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, বাঞ্ছারামপুর সরকারী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক বিউটি আক্তার ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরে উপজেলা পরিষদের ভিতরে একটি র্যালী বের করা হয়।
আপনার মতামত লিখুন : :