• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

৭০ বছরের মধ্যে নিউক্যাসলের প্রথম ঘরোয়া শিরোপা


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৭, ২০২৫, ০২:৫৮ এএম ৭০ বছরের মধ্যে নিউক্যাসলের প্রথম ঘরোয়া শিরোপা

সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ফরাসি দল পিএসজির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় লিভারপুল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বড় কোনো ম্যাচে হারল অল রেডরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ কারাবাও কাপের শিরোপা জিতে নিল নিউক্যাসল ইউনাইটেড। ৭০ বছরের মধ্যে এটাই তাদের প্রথম ঘরোয়া শিরোপা। এর আগে সর্বশেষ ১৯৫৫ সালে ঘরোয়া পর্যায়ে বড় কোনো শিরোপা জয় করে ম্যাগপাইরা।
ড্যান বার্নসের গোলে ৪৫ মিনিটে লিড নেয় নিউক্যাসল। ৫২ মিনিটে আলেক্সান্ডার আইজ্যাকের গোলে ব্যবধান ২-০ করে তারা। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো চিয়েসা গোল করলেও তার লিভারপুলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ফরাসি দল পিএসজির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় লিভারপুল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বড় কোনো ম্যাচে হারল অল রেডরা।

Side banner