• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাফুফের স্পন্সর হচ্ছে ইউসিবি


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৬, ২০২৫, ১২:৫৬ এএম বাফুফের স্পন্সর হচ্ছে ইউসিবি

নারী ফুটবলে স্পন্সর ছিল আগে থেকেই। এবার পুরুষ ফুটবল দলে যোগ হচ্ছে নতুন স্পন্সর। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যোগ হচ্ছে বাংলাদেশ ফুটবলের সঙ্গে। কিছুদিন আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কিট স্পন্সর পেয়েছে। নারী এবং পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যোগ হয়েছে দৌড়। এবার পুরুষ ফুটবলে স্পন্সর সংকট কাটাতে চলেছে বাফুফে। তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি নিজেদের প্রমাণ করে যাচ্ছে দারুণভাবে।  
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বাফুফের সঙ্গে বিগত সময়ে নারী ফুটবল ও বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষক ছিল। এবার জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হিসেবে আসছে ইউএসবি ব্যাংক। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম মার্কেটিং কমিটির চেয়ারম্যান। তিনি পুরুষ ফুটবল দলের স্পন্সর প্রসঙ্গে বলেন, ‘পাঁচ বছরের জন্য বাফুফে ও ইউসিবি ব্যাংকের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির আলোকে ইউসিবি ব্যাংক জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করবে। আগামীকাল সমঝোতা স্মারক স্বাক্ষর হবে দুই পক্ষের মধ্যে। ’
বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। সাবিনা খাতুনদের স্পন্সর থাকলেও জামাল ভূঁইয়াদের কোনো স্পন্সর ছিল না এতদিন। এবার সেই অভাব ঘুচতে যাচ্ছে। আগামীকাল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউসিবির প্রধান কার্যালয়ে বাফুফের সঙ্গে চুক্তি হবে।  

Side banner