গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেট ২০২৪ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। উল্লেখ্য যে ২০২৪ সালের ২২ ডিসেম্বর বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
এরই ধারাবাহিকতা ধরে টুর্নামেন্টে জেলার আটটি দল অংশ গ্রহণ করে। দলগুলো হচ্ছে, গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, পলাশবাড়ী উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা ও গাইবান্ধা পৌরসভা। প্রত্যেকটি দল খেলায় অংশগ্রহণ করে। খেলায় আটটি দলের মধ্য মনোমুগ্ধকর খেলা খেলে জয় পরাজয়েরর মধ্যে দিয়ে চারটি দল সেমিফাইনালে ওঠে। প্রথম সেমিফাইনালে পলাশবাড়ী উপজেলা ও গাইবান্ধা পৌরসভার মধ্যে সেমিফাইনালে খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় সেমিফাইনালে পলাশবাড়ী উপজেলা গাইবান্ধা পৌরসভা কে ৫৬ রানে হারিয়ে প্রথম ফাইনালের দল হিসেবে পলাশবাড়ী উপজেলা জায়গা দখল করে নেয়। বাকি থাকে আর একটি দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গাইবান্ধা সদর উপজেলা ও সাঘাটা উপজেলার মধ্যে সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গাইবান্ধা সদর উপজেলা। সদর উপজেলা সর্বসাকুল্যে ১২৭ রানের টার্গেট প্রদান করে সাঘাটা উপজেলা কে। সাঘাটা উপজেলা ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলা উপহার দেন। ক্রিকেট খেলার শেষ বল পর্যন্ত যে অপেক্ষা করতে হয় সেটিরই প্রমাণ ঘটেছিল বৃহস্পতিবার গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে। ক্রিকেটে শেষ বলেও যে ম্যাচে অঘটন ঘটাতে পারে তারই দৃষ্টান্ত হয়ে থাকল বৃহস্পতিবার ৯ জানুয়ারি গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের শ্বাসরুদ্ধকর কর জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্টের খেলাটিতে। টি- টুয়েন্টির শেষ বলটাতেও কেউ বলতে পাচ্ছিলো না কে যাবে ফাইনালে। শেষ বলে জয়ের জন্য সাঘাটা উপজেলার রান দরকার হয় দুই রানের। পরে শেষ বলে ২ রান করতে ব্যর্থ হলে সাঘাটা উপজেলা কে পরাজিত করে গাইবান্ধা সদর উপজেলা দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে ফাইনালে জায়গা করে নেয়। গাইবান্ধা একটি শান্তিপূর্ণ জেলা এ জেলার মানুষ খুব সহজ-সরল। এই জেলাই একজন কৃতি ক্রিকেটের জন্ম হয়েছে। কিংবদন্তি এই ক্রিকেটারের নাম ছক্কা নাঈম। গাইবান্ধার এই ছক্কা নাঈম ঘরোয়া ক্রিকেটে ছয় বলে ছয়টি ছক্কা মেরে পরিচিতি লাভ করে সারা বাংলাদেশে ছক্কা নাঈম হিসেবে। যে গাইবান্ধা জেলায় ছক্কা নাঈম ইসলামের মত কৃতি ক্রিকেটারের জন্ম সে জেলার মানুষ ক্রিকেটপ্রেমী হবে এটাই স্বাভাবিক। কিন্তু গাইবান্ধাবাসী তা যেন ভুলেই যেতে বসেছিলো। ক্রিকেটার নাঈম ইসলাম গাইবান্ধা জেলার সন্তান। ক্রিকেট গাইবান্ধা বাসীর অন্তরে মিশে আছে। আর গাইবান্ধাবাসী যে ক্রিকেটকে ভালোবাসে এ বিষয়টি উপলব্ধি করতে পারেন গাইবান্ধার বর্তমান জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলাবাসীকে ক্রিকেট খেলার মাধ্যমে বিনোদন এবং ক্রিকেটে গাইবান্ধা জেলার ক্রিকেটারদের উন্নতি করার জন্য আয়োজন করেন জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধা জেলায় যোগদান করেই গাইবান্ধা জেলার প্রত্যেকটি সেক্টরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেই যাচ্ছেন। সেখান থেকে বাদ যায়নি গাইবান্ধার ক্রিকেট খেলা। আগামী ১৪ জানুয়ারি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় পলাশবাড়ী উপজেলা ও গাইবান্ধা সদর উপজেলার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। গাইবান্ধার ক্রিকেটপ্রেমী মানুষদের জন্য ১৪ তারিখ হতে যাচ্ছে জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। উক্ত খেলাটি গাইবান্ধা জেলার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বসে সরাসরি একটি টি টুয়েন্টি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা দেখার জন্য ইতিমধ্যেই গাইবান্ধা ক্রিকেটপ্রেমী জনতার যেন আর তর সচ্ছে না। ১৪ ই জানুয়ারি গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধার ক্রিকেটপ্রেমী মানুষকে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি দেখার জন্য ব্যাপক প্রচার চলছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাইনাল খেলাটি দেখার জন্য ইতিমধ্যেই সকল স্তরের পেশাজীবী মানুষ সহ সকলকেই উপস্থিত থেকে ফাইনাল খেলাটি দেখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন : :