বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম।
বুধবার (১১ ডিসেম্বর) ফিফার বর্ধিত সভায় বিশ্বকাপ আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করা হবে। তবে বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে বিশেষ এই আসরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে।
ঐতিহাসিক গুরুত্ব পাচ্ছে ২০৩০ বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। শতবর্ষ উপলক্ষে বিশেষ আকর্ষণ পাচ্ছে এই আয়োজন। কারণ হিসেবে উল্লেখ করা যায় এটি ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মিলে প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন করা হবে।
এতে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হচ্ছে পর্তুগাল। এ ছাড়া ১৯৮২ সালে শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন। ৪২ বছর পর আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে তারা।
একই দিন ফিফা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের নামও ঘোষণা করবে। এই আসরের এককভাবে আয়োজক হবে সৌদি আরব। ওশেনিয়া অঞ্চল থেকে কোনো আবেদন না করায় সৌদি আরবের আয়োজক হওয়া একেবারে নিশ্চিত।
আপনার মতামত লিখুন : :