• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
একনজরে দেখে নিন 

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের নাম


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৩৮ পিএম ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের নাম

আগামী বছর ১৫ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ক্লাব ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। আর ১৩ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যার জন্য ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে ফিফা।
শনিবার (৩০ নভেম্বর) রাতে বোটাফোগো ও অ্যাথলেটিকো মিনেইরোর ম্যাচ দিয়ে চূড়ান্ত হয়ে টুর্নামেন্টের ৩২টি দল। অ্যাথলেটিকো মিনেইরোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ৩২ নম্বর দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাব বোটাফোগো।
এর আগে, দুই সপ্তাহ আগে মেগা আসরের ট্রফি উন্মোচন করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। নতুন মোড়কে তৈরি করা হয়েছে এবারের ট্রফি।
আধুনিক ডিজাইন, নান্দনিকতা, এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন ট্রফিটি। এটি প্রস্তুত করেছে বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং, যা বিশ্বমানের কারুকার্যের জন্য পরিচিত।
সোনায় মোড়ানো পৃথিবীর আকৃতির ট্রফিটিতে ফিফার ২১১ সহযোগী দেশের নাম খোদাই করা আছে, যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক। ব্যবহার করা হয়েছে বিশ্বের ১৩টি ভাষা। এর ফলে ট্রফিটির সর্বজনীনতাকে ফুটিয়ে তুলেছে। আগামী ৫ ডিসেম্বর যুত্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ড্র।
এক নজরে দেখে নিন ক্লাব বিশ্বকাপের ৩২টি দলের নাম
স্বাগতিক
ইন্টার মায়ামি।
উয়েফা থেকে ১২টি দল
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইন, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, রেড বুল সালসবার্গ।
এএফসি ও সিএএফ থেকে ৮টি দল
আল হিলাল, উরওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান হুন্দাই, আল আহলি, উইদাদ এসি, তিউনিস ও মামেলোডি সানডাউনস।
কনমেবল ও ওএফসি থেকে ৭টি দল
ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, পালমেইরাস, বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি ও বোটাফোগো।
কনকাকাফ থেকে ৪টি দল
লিওন, পাচুকা, মারিও মোন্তোররেই ও সিয়াটল সাউন্ডার্স।

Side banner