ঝিকরগাছায় ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিকরগাছা বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে বদরুদ্দীন মুসলিম (বি এম)হাই স্কুল মাঠে সকাল ১০ টায় বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
গ্রাম বাংলার একটি জনপ্রিয় খেলা কাবাডি ছাড়া দাবা,১০০ মিটার মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার, প্রজাপতির সাঁতার সহ ২২টি ইভেন্টে এ খেলার আয়োজন করে ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা অফিস। এ সকল খেলায় দাবা (মধ্যম বালক ) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বি এম হাই স্কুল, রানার্স আপ হয়েছেন আকিজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ। দাবা (মধ্যম বালিকা) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ঝিকরগাছা পাইলট গার্লস হাই স্কুলের ছাত্রী আফরা আহমেদ বুশরা এবং রানার্স আপ হয়েছেন বি এম হাই স্কুলের ছাত্রী নাজিয়া হাসান শাবা, কাবাডি (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বি এম হাই স্কুল রানার্স আপ হয়েছেন সরকারি এম এল মডেল হাই স্কুল, কাবাডি (ছাত্রী) ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার চাপ হয়েছেন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।এছাড়া ফলাফল সিট পর্যালোচনা করে দেখা যায় অন্যান্য ইভেন্টে বেজিয়াতলা আলিম মাদ্রাসা, ডহর মাগুরা দাখিল মাদ্রাসা, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়,রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়, আলিমুন নেছা গার্লস স্কুল এন্ড কলেজ, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা মহিলা মাদ্রাসা,বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় বিজয়ের গৌরব অর্জন করেছেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের প্রতিনিধি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া ১০ জন ক্রীড়া পরিচালক, অতিথিবৃন্দ ও দুইজন বিদায়ী ক্রিড়া শিক্ষককেও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ঝিকরগাছা আলিমুন নেছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহানারা খাতুন, ঝিকরগাছা পাইলট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক, খেলোয়াড় শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীবৃন্দ।
উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন প্রোগ্রামার অফিসার মো. কামরুজ্জামান।
আপনার মতামত লিখুন : :