• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

গাইবান্ধায় আইডিইবি গণপ্রকৌশল দিবস পালিত 


বাঞ্ছারামপুর বার্তা | শাহিন নুরী  নভেম্বর ১৬, ২০২৪, ০৯:৪২ পিএম গাইবান্ধায় আইডিইবি গণপ্রকৌশল দিবস পালিত 

গাইবান্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৪ পালিত হয়। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা নির্বাহী কমিটি গাইবান্ধার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 
র‌্যালির শুভ উদ্ধোধন করেন গাইবান্ধা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক।
এসময় তিনি বলেন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে হলে আপনাদের বড় ভুমিকা রাখতে হবে। আপনাদের সততার সাথে কাজ করতে হবে। জেলা প্রশাসক এর বক্তব্য পরে র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে শেষ হয়। 
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দ্র শেখর দাস সভাপতি জেলা নির্বাহী কমিটি, মোঃ জানে আলম সোহেল সাধারণ সম্পাদক জেলা নির্বাহী কমিটি, সম্মানিত কাউন্সিলর মোঃ সোহরাওয়ার্দি মন্ডল, রেজাউল হক নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা পৌরসভা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন শেখ সোহেল রানা, প্রভাষক, বি.এম কলেজ, সাঘাটা, গাইবান্ধা। উল্লেখ্য যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ই নভেম্বর অনুষ্ঠানটি পালিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি ১৬ই নভেম্বর পালিত হয়।

Side banner