• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বড়লেখায় চোখের জল বিসর্জনে মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব


বাঞ্ছারামপুর বার্তা | আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৪, ০৩:২৪ পিএম বড়লেখায় চোখের জল বিসর্জনে মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চোখের জল বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনিন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে উৎসবমুখর পরিবেশে  শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। 
রোববার (১৩ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিলো উৎসবের আমেজ। বিকেল থেকে উপজেলার বিভিন্ন ঘাটে চোখের জলে দেবী দুর্গাকে বিসর্জন দেন ভক্তরা।
উপজেলার দাসেরবাজার, তালিমপুর, নিজবাহাদুর, বড়লেখা সদর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন ঘাটে ঢাক-ঢোল, বাদ্য-বাজনা আর আরতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। প্রতিটি বিসর্জনস্থলে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগের দিন শনিবার উপজেলার বিভিন্ন ঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

Side banner