• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৫, ০৪:৩১ পিএম সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য আফজাল সুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য আশ্রয়দাতা মামুনকেও থানায় নেওয়া হয়েছে। তিনি আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। 
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেল নাগাদ পুলিশের ওই টিমটি মেহেরপুর পৌঁছানোর কথা। তাদের হাতেই আফজাল হোসেনকে সোপর্দ করা হবে।

Side banner