বগুড়ার সোনাতলা জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী ও তার সহযোগীদের উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ভেলুরপাড়া চারমাথা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার সুত্রে জানা যায়, বিগত ২০১৮ সালে বিগত নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচার বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ক'দিন আগে চেয়ারম্যান এর ভাতিজা রিফাত সঙ্গে একজন কে নিয়ে বগুড়া থেকে বাড়ী ফেরার পথে চরপাড়ায় পৌঁছালে একই ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের মো. রাসেদ মিয়া, মো. শিমরুল ইসলাম, মো. টাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম সহ কয়েকজন মিলে তাদের আটকে মারধর করে। স্থানীয় কিছু লোক মুঠোফোনে চেয়ারম্যান গোলাম রব্বানী কে ঘটনাটি জানায়। এরপর ইউপি চেয়ারম্যান একজনকে সঙ্গে নিয়ে গোসাইবাড়ি হামলাকারীদের বাড়িতে ঘটনাটি জানতে যায়। সেই সময়ে হামলাকারীদের পরিবারের সদস্য সহ আরো কিছু লোকজন মিলে পুর্ব পরিকল্পিত ভাবে কিছু বোঝার আগেই চেয়ারম্যান গোলাম রব্বানীর উপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেধরক মারপিট করে।
এদিকে চেয়ারম্যান এর উপর হামলা হয়েছে এমন সংবাদ পেয়ে চেয়ারম্যান এর ভাই সহ শুভাকাঙ্খিরা ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে। তাদের হামলায় ভাই ভাতিজা সহ সবাই গুরুত্বর আহত হয়। আহতরা উপজেলা হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহতরা জানিয়েছেন হামলাকারীরা সে সময়ে মাথায় হেলমেট পরে ছিলো।
এ ঘটনায় চেয়ারম্যান গোলাম রব্বানী বাদি হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ফুঁসে উঠে জনগণ। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য তারাজুল ইসলাম, মেজবাউর রহমান লেলিন, মহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বাবর আলী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির নেতা জিয়াউর রহমান, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর আলি, জেলা ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নয়ন, শহিদ মিয়া, সুলতান, মাহমুদা আক্তার, লিপি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে থানা ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
আপনার মতামত লিখুন : :