ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সভাটি মঙ্গলবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়।
অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন এর সহায়তায় এটি পরিচালিত হয়।
গ্রাম আদালতের সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফেরদৌস আহমেদ সভায় উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, পরিষদের সচিব অপু দাস, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে এই কার্যক্রমের ভূমিকা তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে আইনি সহায়তা পাবেন এবং তাদের সমস্যা স্থানীয় পর্যায়ে দ্রুত সমাধান হবে।
আপনার মতামত লিখুন : :