• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

জাপানে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির পিঠা উৎসব অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | সোহেল খান (জাপান থেকে) ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:০৫ পিএম জাপানে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির পিঠা উৎসব অনুষ্ঠিত

জাপানস্থ ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী জাপানের রাজধানী টোকিওর একটি কমিউনিটি সেন্টারে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের সভাপতি রাজিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল খান।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসবে চার শতাধিক ব্রাহ্মণবাড়িয়ার সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি তিনভাগে বিভক্ত ছিল। দুপুরে লাঞ্চ, বিকেলে পিঠা পুলির আয়োজন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়। নবীন ও প্রবীণ মিলিয়ে এ যেন প্রবাসে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল।

Side banner