রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করার পর দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার এক পায়ে গুলি করার পর অন্য পা ও হাত কুপিয়ে জখম করা হয়েছে। গুলিবিদ্ধ রবিউল ইসলাম রবি নগরীর ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকার বাসিন্দা রবিউলের ছোট ভাই ২৬ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।
বোয়ালিয়া থানার খড়বোনা এলাকায় রবিউলের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ।
তিনি বলেন, রবিউল সাহেব বাজার থেকে বিনোদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় খড়বোনা এলাকায় রিকশা থামিয়ে গুলি করার পর তাকে কোপানো হয়। কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে এসে ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে বলেও জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে। অন্য পা এবং দুটি হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। হাসপাতালে ভর্তির পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন : :