• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে নববর্ষ উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি 


বাঞ্ছারামপুর বার্তা | ফয়সল আহমেদ খান এপ্রিল ১৪, ২০২৫, ০৪:০৬ পিএম বাঞ্ছারামপুরে নববর্ষ উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে বিএনপি। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির ব্যানারে পৌর শহরের উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দীর্ঘদিন পর নতুন বাংলাদেশে, নতুন পরিবেশে নববর্ষ উদযাপন হচ্ছে। আজকের এই নববর্ষে আমরা প্রত্যাশা করি, দ্রুত একটি নির্দলীয়, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। 
তিনি আরও বলেন, এ বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ বাসা বাঁধতে না পারে, কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক মো. ছালে মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হাসান, যুবদল নেতা আবু কালাম, ছাত্রদল নেতা লিটন সরকার, আশিকুর রহমান অন্তু সহ অন্যান্য নেতাকর্মীরা।

Side banner