• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রী এক ফ্রেমে


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৫, ০৪:১৩ পিএম যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রী এক ফ্রেমে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে বিভিন্ন দেশে দেখা গেলেও এক ফ্রেমে একাধিকজনকে দেখা যায়নি। এবার যুক্তরাজ্যে পতিত সরকারের সাবেক চার মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে। 
মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের সেই ছবি সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতালে দেখতে যান তারা।
প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম সাবেক চার মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে।

Side banner