বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে যেই ক্ষমতায় যাবে, তাদেরকে অবশ্যই শেখ হাসিনার আমলের গুম-খুনের বিচার করতে হবে। গুম-খুনে অভিযুক্তদের বিচার না হলে, আবারো অন্যায়ের সুযোগ তৈরি হবে। বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে আন্দোলনে গুম ও শহীদের পরিবারের সদস্যদের সম্মানে রবিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’। এতে লণ্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইফতার পুর্ব আলোচনায় তারেক রহমান বলেন, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে। সব অপরাধের অবশ্যই বিচার হতে হবে।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রত্যাশা করে সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। অনুষ্ঠানে গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন : :