• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ফরদাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত মার্চ ১৪, ২০২৫, ০৮:৩০ পিএম ফরদাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফরদাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে। সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসা। এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন উর রশিদ আকাশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম স্বপন শিকদার। 
তিনি বলেন, এই মাহফিলের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেছি। ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Side banner