ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত বুধবার (৫ মার্চ) সকাল ১২ টায় উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। বাঞ্ছারামপুর উপজেলার জামায়াতের সকল স্তরের রুকনদের উপস্থিতিতে গোপন ভোটের মাধ্যমে মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশার উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হন।
নবনির্বাচিত আমীর শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে মো: শামীম নূর ইসলামকে উপজেলা সেক্রেটারী এবং মাওলানা মো. আলাউদ্দিন সাদীকে সহকারী সেক্রেটারী হিসেবে মনোনীত করেন।
নবগঠিত কমিটির এই ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন নেতৃত্বের প্রতি রুকন ও কর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের অগ্রযাত্রা ও উন্নতির জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আপনার মতামত লিখুন : :