• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১৩, ২০২৫, ০৮:৩৮ পিএম ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার নুরুন্নবী চৌধুরী খোকন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা। 
পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি নুরুন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

Side banner