• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

দেবীদ্বারে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আক্তার গ্রেফতার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৯, ২০২৫, ১২:১৮ এএম দেবীদ্বারে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া আক্তার গ্রেফতার

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় তানিয়া আক্তার বিথি নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। তানিয়া দুটি হত্যাসহ চারটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকা থেকে তানিয়াকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য। 
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর চালানো হামলায় তানিয়ার সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও আছে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে ছোট আলমপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়।’
পুলিশ জানায়, তানিয়ার বিরুদ্ধে দুটি হত্যাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে ৪ আগস্ট নিহত আবদুর রাজ্জাক ওরফে রুবেল হত্যা মামলা এবং ৫ আগস্ট আহত হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া আমিনুল ইসলাম ওরফে সাব্বির হত্যা মামলার আসামি তিনি।

Side banner