• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত জানুয়ারি ১, ২০২৫, ০৫:৪০ পিএম বাঞ্ছারামপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ বিশেষ দিনটি উদযাপন করা হয়।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং স্থানীয় বাসিন্দাদের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় ব্যানার ও পোস্টার ছিল, যা পুরো এলাকার পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। র‌্যালিতে অজস্র নেতাকর্মীসহ সাধারণ ছাত্রসমাজ অংশগ্রহণ করে।
সমাবেশে ছাত্রদলের কর্মীরা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন এবং দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানে ছাত্রদলের ঐতিহ্য রক্ষায় নতুন প্রজন্মকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রদল কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় জনসাধারণও এই আয়োজনের প্রশংসা করেন এবং তাদের সমর্থন জানান। 

Side banner