চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।
জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক একরাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি করছি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগী শকে ছিল। তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।
এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন : :