বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে তার নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিল পূর্ব সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান তাজুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান লিটন, সালথা উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান, মো. শফিকুল ইসলাম, হাজী রাশেদ মিয়া ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন : :