• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে বিএনপির সংহতি সমাবেশ অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | বাঞ্ছারামপুর প্রতিনিধি নভেম্বর ১, ২০২৪, ০৮:১০ পিএম বাঞ্ছারামপুরে বিএনপির সংহতি সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর বাজারে সংহতি সমাবেশ ও সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আখতারুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট রফিক সিকদার। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি নাজমুল হুদা, প্রফেসর ড. নজরুল ইসলাম, এপিপি এডভোকেট হাবিব মিয়াজী, বিএনপি নেতা শাহিরুল ইসলাম সিকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক, মিরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. আলি আজম তালুকদার, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ মিয়া, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হান্নান উদ্দীন সরকার সোহাগ, বিএনপি নেতা মোছলেম উদ্দীন, জাকির হোসেন বাবু, প্রফেসর মুজিবুর রহমান, মোশাররফ হোসেন বকুল, বিএনপি নেতা মনিরুল হক, জাসাস নেতা মো: শাকিল আহমেদ, সালাউদ্দিন, মহিউদ্দিন, আমির হোসেন, জহিরুল সিকদার, যুবদল নেতা আব্দুর রহমান শিমুল, আব্দুল মোন্নাফ, গোলাম রব্বানী ব্যাপারী, খোরশেদ আলম, মো: শাহাবুদ্দিন, আব্দুল মান্নান, বজলুর রহমান জসীমউদ্দীন, দুলাল হোসেন প্রদান সহ আরও অনেকে। 

Side banner