• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
পল্টন হত্যা দিবস স্মরণে

বড়লেখায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল


বাঞ্ছারামপুর বার্তা | আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০২:৩৪ পিএম বড়লেখায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন শাখার আয়োজনে পৈশাচিক পল্টন হত্যা দিবস ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার দক্ষিণভাগ বাজারস্থ জামাল প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: এমাদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে ও দক্ষিণভাগ ইউনিয়ন  সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান বেলালের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা খালেদ আহমদ ভানুগাছি। এছাড়াও বাংলাদেশ জাতীয় ইমাম ও খতিব সমিতি বড়লেখা উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও সুজানগর আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, জামায়াত নেতা ও ইউপি সদস্য এনামুল হক, আক্তার হোসেন, মাস্টার তোফায়েল আহমদ লায়েক সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট শাখার দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন কাজী হুমায়ুন রশীদ চৌধুরী। 
উল্লেখ্য, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠার আন্দোলনে বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হয়েছিল বলে তাদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Side banner