• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ইসির ডাক প্রত্যাখান করেছে সৌদিসহ অনেক দেশ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৫, ০৪:১১ পিএম ইসির ডাক প্রত্যাখান করেছে সৌদিসহ অনেক দেশ

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত ১০টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। যদিও বৈঠকে ১৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। 
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত এই বৈঠকে নয়টি দেশের রাষ্ট্রদূত বা তাদের কোনও প্রতিনিধি আসেননি। সেসব দেশ হলো ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমান।
এ ছাড়া বৈঠকে আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা এসেছিলেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৯ দেশের মধ্যে ১০ দেশের মিশন প্রধান এ বৈঠকে অংশগ্রহণ করেন। নির্বাচন সুষ্ঠু করতে ওআইসি সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের ভোট দিতে প্রক্সি ভোটিং পদ্ধতির কোনো বিকল্প নেই।

Side banner