• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

স্বাধীনতা দিবসে ৬৩ জেলায় কুচকাওয়াজ, ঢাকা বাদ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৫, ০২:৪২ এএম স্বাধীনতা দিবসে ৬৩ জেলায় কুচকাওয়াজ, ঢাকা বাদ

স্বাধীনতা দিবসে ৬৩ জেলায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
রবিবার (১৬ মার্চ) প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এতে বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Side banner