• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

উত্তরায় চাঁদাবাজি করতে গিয়ে নারী সমন্বয়ক গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৫, ১২:০৬ এএম উত্তরায় চাঁদাবাজি করতে গিয়ে নারী সমন্বয়ক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় একটি হোটেলে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তানজিলা মাহমুদা খানম (৩১) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই নারী রাজধানীর তুরাগের দলিপাড়া মুক্তিযোদ্ধা রোডের মোহাম্মদ হোসেন খানের মেয়ে তানজিলা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জমজম টাওয়ারের পেছন থেকে তানজিলা মাহমুদা খানমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উত্তরার বেইজিং সমন্বয় পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ১২ নম্বর আসামি তানজিলা।
এসআই আবু সাঈদ বলেন, ওই মামলার সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একমাত্র বাকি ছিলেন তানজিলা, তাঁকেও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেল থেকে গত বছরের ২৫ অক্টোবর ভোরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিনথিয়া কবির (২৫), সিনথিয়ার স্বামী খান মোহাম্মদ ওয়ালীদ (২৭), সিনথিয়ার ভাই রাইয়ান কবির অয়ন (২১), কাজী যুবায়ের (২২), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪) নামের নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ। 
এ সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজি করে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকাও জব্দ করা হয়। পরে গত ২৮ অক্টোবর বিকেলে আব্দুল মান্নান শিহাব নামে এক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হন।

Side banner