ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের টি এ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতি ক্রমে মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক ও সোহেল সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়ীয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
সভায় সাংবাদিক আমিনুুল ইসলাম আহাদের সভাপতিত্বে উপস্থিত সাংবাদিকরা বলেন, ফ্যাসিবাদ ও গণমাধ্যম দমন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিকদের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্যই আমাদের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে। এখন পর্যন্ত আমরা একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে পারিনি।
তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকরা অনেকেই দরিদ্রতা ও নির্যাতনের শিকার। তাদের আর্থিক সহায়তা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কমিটি গঠন শেষে সাংবাদিকরা একমত হন যে, ন্যায়ের পথে থেকে সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং সত্য প্রকাশে কখনো পিছপা হবেন না।
আপনার মতামত লিখুন : :