• ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | সোহাইল আহমেদ মার্চ ২৬, ২০২৫, ০৭:৩৯ পিএম বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন রিপন, শাহ-রাহাত আলী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট রবিউল ইসলাম, ইসলামী ব্যাংকের ইউনিট অফিসার আল নোমান, আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস, যা মানুষের ধৈর্য, সংযম ও সহমর্মিতা বাড়ায়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।
পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী বিল্লাল হোসাইন।

Side banner