• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

মেধা বৃত্তি পেলো বাঞ্ছারামপুরের সাংবাদিক দম্পতির দুই কন্যা


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৯:১৫ পিএম মেধা বৃত্তি পেলো বাঞ্ছারামপুরের সাংবাদিক দম্পতির দুই কন্যা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ ব্যবস্থাপনা পরিচালক এবিএম রফিকুল ইসলাম। 
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য শাহাজাহান সাজু, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের নির্বাহী সদস্য আবু নাসের রতন, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ সভাপতি ফয়সল আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। 
এতে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত সাংবাদিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে ১৩ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন এম আবদুল্লাহ।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার প্রেসক্লাবের সহ সভাপতি (দৈনিক রুপসী বাংলা এবং দৈনিক খোলা কাগজ) এর প্রতিনিধি ফয়সল আহমেদ খান এবং তার স্ত্রী সালমা আহমেদ (দৈনিক জবাবদিহি ও দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া) এর দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে। তারা দুজনেই বর্তমানে নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে অধ্যয়নরত।

Side banner