• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
আসামিদের গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম

বাঞ্ছারামপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন


বাঞ্ছারামপুর বার্তা | ফয়সল আহমেদ খান ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:২৫ পিএম বাঞ্ছারামপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার  (২৪ ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সোহাইল আহমেদ ও দৈনিক কুমিল্লা ডাকের বাঞ্ছারামপুর প্রতিনিধি শাহিন আহমেদ সাজুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি নাসিরুদ্দিন মোল্লা বলেন, বাঞ্ছারামপুর সহ দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তাছাড়া যে দুজন সাংবাদিকের ওপর হত্যার হুমকি দেয়া হয়েছে সেটি হত্যার হুমকির আইনের আওতায় আনতে হবে। আসামীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। নতুবা, আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী বলেন, সাংবাদিকদের হত্যার হুমকি ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। জীবন বাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। থানায় মামলা করা সত্বেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না।
হুমকির স্বীকার ও মামলার বাদী সোহাইল আহমেদ বলেন, হুমকিদাতা শাহজাহান গং কে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর উপজেলার চর শিবপুরে নদীতে অবৈধ ঘের দিয়ে মাছ শিকার এমন একটি ছবিসহ ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে শাহজাহান মিয়া হত্যার হুমকি দেয় বলে মামলার কপিতে অভিযোগ করা হয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) রিতেল চন্দ্র দাস বলেন, সোহাইলের মামলাটি নথিবদ্ধ হয়েছে। এটি জেলা আদালতে পাঠানো হয়েছে। কোর্টের নির্দেশনা পেয়ে ব্যবস্থা নিবো। শাহিন আহমেদ সাজুর বিষয়টি তদন্ত চলছে। 
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আশেক এমরান, সহ সভাপতি ফয়সল আহমেদ খান, সাদী মেহাম্মদ, সাজু সহ যুবদলের আহবায়ক হারুন আকাশ প্রমুখ।

Side banner