ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা সদরে প্রেস ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি ফয়সল আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিম শিবলী।
এ সময় বক্তারা বলেন, শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যাতে এই ভূখণ্ডের প্রত্যেক নাগরিক পায় সে লক্ষ্যে তরুণ প্রজন্মকে ভূমিকা নিতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। শহীদের রক্তে কেনা স্বাধীনতা কখনো বৃথা যেতে দেওয়া যাবেনা।
ইতোপূর্বে ভোরের প্রত্যুষে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মাওলাগঞ্জ বাজারে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক শামিম শিবলীর নের্তৃত্বে সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সেখানে সাংবাদিকদের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন : :