• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ট্রাব আইকন অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন আইনজীবী অ্যাড. মীর হালিম 


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ০২:০৫ পিএম ট্রাব আইকন অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন আইনজীবী অ্যাড. মীর হালিম 

আইনসেবা ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) আইকন অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাঞ্ছারামপুরের কৃতি সন্তান অ্যাড. মীর হালিম। 
শনিবার (৩০ নভেম্বর ২০২৪) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত 'সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা শেষে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রধান আলোচক জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, ‘মেগাস্টার’ খ্যাত সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ রুহুলসহ সমাজের বিশিষ্টজনেরা। 
ট্রাব সভাপতি কাদের মনসুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাংবাদিকতা, আইনি সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মে অবদানের জন্য বিশিষ্টজনদেরকে ট্রাব আইকন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। 
এতে সাংবাদিকতায় অবদান স্বরূপ বেস্ট রিপোর্টিং ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪ জাহিদ আকবর (ডেইলি স্টার), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), ফয়সাল রাব্বিকীন (মানবজমিন), এ মিজান (খবরের কাগজ), আইনসেবা ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য অ্যাড. মীর হালিম (সুপ্রিম কোর্টের আইনজীবী) কে ট্রাব আইকন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। 
অ্যাড. মীর আব্দুল হালিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের খাউরপুর গ্রামে জন্মে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ার গৌরব অর্জন করেন। স্যার এ এফ রহমান হল ছাত্রদল শাখার আইন সম্পাদক দিয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে হাতেখড়ি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য হিসেবে স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে ও অনলাইনে সমানতালে সাহসী ও কার্যকরী ভূমিকা রেখেছেন। সম্প্রতি তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি এনালাইসিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি লেখালেখি সহ সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে, স্বল্প মূল্যে বা যৌক্তিক মূল্যে আইনিসেবা প্রদান করে যাচ্ছেন। অসচ্ছল ব্যক্তিদেরকে বিনামূল্যে আইনি সেবা প্রদান করে থাকেন। 
সম্মাননা প্রসঙ্গে অ্যাড. মীর হালিম বলেন, ‘এই পুরস্কার শুধু সম্মান নয়, অনুপ্রেরণাও। এই স্বীকৃতি আগামী দিনে সমাজের প্রতি আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে বলে মনে করি। আমাকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।

Side banner