ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হয়।
মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ (দৈনিক মানবাধিকার প্রতিদিন) সভাপতি ও মো. শামীম শিবলীকে (নিউজ ২১, মর্নিং পোস্ট) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
গত ৯ নভেম্বর ১৫ সদস্যদের ১৪ জন নির্বাচিত হলেও সভাপতি পদে এম এ আউয়াল ও বর্তমান সভাপতি সমান ভোট পাওয়ায় আজ কেবল সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনে মোল্লা মো. নাসিরউদ্দিন ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি এম এ আউয়াল পান ৮ ভোট।
প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার শামীম শিবলী।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আশেক এমরান (আমাদের সময়), সহ সভাপতি ফয়সল আহমেদ খান (দৈনিক খোলা কাগজ ও রুপসী বাংলা), আলগীর হোসেন (সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (বাংলাদেশ সমাচার), সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত (দৈনিক পরিবার), অর্থ বিষয়ক সম্পাদক আগা মোহাম্মদ শামীম (দৈনিক দিনকাল), দফতর সম্পাদক মো. সাদ্দাম হোসেন (সময়ের কন্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ (বিপ্লবী বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলীপ কুমার সুত্রধর (ডেইলি পেনব্রীজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুল হোসেন (মুক্ত খবর)।
নির্বাহী সদস্য পদে মো. মনিরুজ্জামান পামেন (বাঞ্ছারামপুর বার্তা), মোহাম্মদ পলাশ মিয়া (চলার পথে), আলাউদ্দিন সাদী (দৈনিক সংগ্রাম) পদে নির্বাচিত হয়।
আগামী ৫ ডিসেম্বর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন : :