তারুণ্যের উৎসব ২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ' প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা ফিতা কেটে এই বইমেলার উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা বলেন, বই মানুষের আলোর দিগন্ত উন্মোচন করে। শিক্ষার্থীদের বই মুখি করা ও বিভিন্ন বিদ্যা সম্পর্কে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করার জন্য বই পড়ার বিকল্প নেই।
তিনি আরো বলেন, বই শিক্ষার্থীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে, এই আলোড়নের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মনে জানার পিপাসা বেড়ে যায়, তাদের মনে নতুন জ্ঞান লাভের আগ্রহ সৃষ্টি হয়। তাই উপজেলার সকল শিক্ষার্থী ও গাংনী বাসীদের মেলাতে আসার আহব্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইনচার্জ দেব জৈতি মন্ডল, সংগঠক আবু নাইম, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদ হোসেন-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দরা এবং বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক শিক্ষার্থীরা ।
আজ থেকে চারদিন ব্যাপি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলমান থাকবে। মেলাতে ছোট গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক, গানসহ বিভিন্ন প্রকার বই ১৫-২০% ছাড়ে বিক্রয় করা হচ্ছে।
এসময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বই মেলা ঘুরে দেখেন। পাশাপাশি পছন্দ মতো বইও ক্রয় করেন।
আপনার মতামত লিখুন : :