• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

পেটের মেদ বাড়ায় যে খাবারগুলো


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক এপ্রিল ১৪, ২০২৫, ০৫:২৭ পিএম পেটের মেদ বাড়ায় যে খাবারগুলো

ওজন নিয়ন্ত্রণে রাখা ও পেটের অতিরিক্ত মেদ ঝরানো—আজকের ব্যস্ত জীবনে যেন সবারই প্রধান লক্ষ্য। খাদ্যাভাস, জিম, হাঁটা—সবই চলছে নিয়ম মেনে। কিন্তু ভুল খাওয়া দাওয়ার জন্য ওজন কমার বদলে বেড়ে যেতে পারে। চলুন, জেনে নিই সন্ধ্যার পর যে খাবারগুলো খাওয়া উচিত নয়।
চিনি-যুক্ত খাবার
চকলেট, কুকিজ, মিষ্টি জাতীয় খাবার সন্ধ্যার পরে এড়িয়ে যাওয়া ভালো। এতে থাকে উচ্চ ক্যালোরি, যা শরীরে জমে গিয়ে ওজন ও পেটের মেদ বাড়ায়।
ভারী প্রোটিন খাবার
রাতের দিকে হজমশক্তি কমে যায়। তাই সন্ধ্যার পর রেড মিট, মাছ বা ভারী প্রোটিন খাবার না খাওয়াই ভালো। চাইলে হালকা প্রোটিন যেমন ডিম বা মুরগি বেছে নিতে পারেন।
কোল্ডড্রিঙ্কস ও কার্বনেটেড পানীয়
সোডা, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল—এসব পান করলে পেট ফুলে যায় ও গ্যাস তৈরি হয়। এছাড়া এগুলো পেটের চর্বি বাড়াতে সাহায্য করে।
দুগ্ধজাত খাবার
দুধ, দই, পনির বা ক্রিম এইসব দুগ্ধজাত খাবার সন্ধের পর খেলে হজমের সমস্যা, পেটে ব্যথা কিংবা গ্যাসের সমস্যা হতে পারে। এগুলো দিনেই খাওয়াই ভালো।
ফাস্টফুড
ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, পিৎজা বা তেলে ভাজা খাবার রাতে খেলে পেটে চর্বি জমে যায় দ্রুত। ফলে শরীরেও দেখা দিতে পারে নানা সমস্যা।
সূত্র : ওয়ান ইন্ডিয়া বাংলা

Side banner