শীতকাল আসলেই রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন অনেকে। এই মৌসুমে যদিও সমস্যাটি খুবই সাধারণ। তাই শীতে আমাদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। এর জন্য অবশ্য অনেকেই বেছে নেন বিভিন্ন স্কিনকেয়ার পণ্য এবং বিভিন্ন ধরনের চিকিৎসা। কিন্তু এরপরও অনেকের ব্রণ বা বার্ধক্যজনিত কারণে মুখে কালো দাগ দেখা যায়। যা তাদের ত্বককে বিবর্ণ দেখায়।
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে তাই শুধু দামি প্রোডাক্ট নয়, আপনার দরকার সঠিক ত্বকের যত্নের উপায় জানা। এ ক্ষেত্রে প্রাকৃতিক ও সুরক্ষিত কিছু ঘরোয়া প্রতিকার আপনাকে সাহায্য করতে পারে।
তাই চলুন নতুন বছর শুরুর আগেই জেনে নেওয়া যাক, ত্বকের যত্নের আসল রহস্য।
কিছু সহজ ঘরোয়া প্রতিকার ও প্রাকৃতিক সিরামের সাহায্যে ত্বককে পুনরুজ্জীবিত করা যেতে পারে। শীতকালীন ত্বকের সমস্যার সমাধানে সাহায্য করবে অ্যালোভেরা ও লেবু। কিন্তু কীভাবে ব্যবহার করবেন, তা নিয়েই এ প্রতিবেদন।
অ্যালোভেরা ও লেবুর উপকারিতা
অ্যালোভেরার অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বককে প্রশমিত করে এবং জ্বালা কমায়। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং নতুন কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে। অন্যদিকে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, যা দাগ কমায় এবং ত্বককে উজ্জ্বল করে।
অ্যালোভেরা ও লেবুর ফেস সিরাম
উপাদান:
অ্যালোভেরা জেল ২ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
ভিটামিন ই ক্যাপসুল- ১ টি
গ্লিসারিন কয়েক ফোঁটা
একটি ছোট বোতল
প্রথমে একটি পাত্রে অ্যালোভেরা জেল বের করে নিন। এতে লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুল তেল যোগ করুন। আপনার ত্বক যদি খুব শুষ্ক হয়, তাহলে আপনি এতে কয়েক ফোঁটা গ্লিসারিনও যোগ করতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি ছোট বোতলে ভরে নিন।
কীভাবে ব্যবহার করবেন
রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। কয়েক ফোঁটা ফেস সিরাম নিয়ে মুখে ও ঘাড়ে আলতো করে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন, লেবু ত্বককে সংবেদনশীল করে তুলতে পারে। তাই সরাসরি ত্বকে লাগাবেন না। সবসময় অ্যালোভেরার সাথে মিশিয়ে ব্যবহার করুন। এ ছাড়া আপনার যদি লেবুতে অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করবেন না। এই সিরাম ফ্রিজে সংরক্ষণ করুন।
সূত্র : বোল্ডস্কাই
আপনার মতামত লিখুন : :