• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১৭, ২০২৫, ১০:৪৭ পিএম ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী

১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ দেন।
এর আগে চাঁদাবাজি মামলার আসামি অমিত বনিককে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমানের আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী মাহফুজার রহমান আদালতের কাছে আসামি অমিত বনিককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বলেন, মামলাটি ১০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত সেই তথ্য উদঘাটন করার জন্য রিমান্ড মঞ্জুর করার আবেদন জানান।
এদিকে ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী অমিত বণিকের পক্ষে বিএনপি ও জামায়াতের শীর্ষ আইনজীবী ও প্রভাবশালী নেতাদের শুনানিতে অংশ নেওয়ার ঘটনায় আইনজীবীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ছিল আদালত এলাকায়।
এদিকে রিমান্ডের বিরোধিতা করে আসামির পক্ষে বিএনপি ও জামায়াতের প্রথম সারির আইনজীবীসহ ২৫ জন শুনানিতে অংশ নেন। বিচারক শুনানি শেষে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তড়িঘড়ি করে আসামিকে আদালত চত্বর থেকে নিয়ে যায় পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতার পক্ষে বিএনপি ও জামায়াতের শীর্ষ আইনজীবীদের অংশ নেবার ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় তোলপাড় চলছে।
এ বিষয়ে জামায়াতের নেতা ও সিনিয়র আইনজীবী বায়েজিদ ওসমানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে পাঁচ হাজার টাকাসহ মামলার কাগজ ধরিয়ে আদালতে শুনানিতে অংশ নেওয়ার কথা বলা হয়। আমি শুনানিতে অংশ নিতে গিয়ে দেখি আসামি অমিত ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট। সে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এটা জানার পর আমি চলে আসি। ফ্যাসিস্টদের দোসরদের পক্ষ নিয়ে তাদের মামলায় বিএনপি ও জামায়াতের আইনজীবীরা অংশ নেওয়া ঠিক হয়নি। তবে জামায়াত আর কোনও দিন কারও পাতা ফাঁদে পা দেবে না বলে জানান তিনি।
অন্যদিকে শুনানিতে অংশ নেওয়া আর কোনও আইনজীবী কথা বলতে রাজি হননি। 
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সফি কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে বলেন, পুরো বিষয়টি জেনে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অপরদিকে মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানান, আওয়ামী লীগের পক্ষে আদালতে ওকালতি করা দুঃখজনক।
এদিকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে মামুন হত্যাচেষ্টার মামলার আসামির তালিকা থেকে রংপুরের আওয়ামী লীগ নেত্রী ও ব্যবসায়ী লিপি খানের নাম বাদ দেওয়া ও তাকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ ম্যানেজ করার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় লিপি খানের ম্যানেজার পলাশ বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। গত ১৪ মার্চ অমিত বণিককে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা উদঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Side banner