• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ১১, ২০২৫, ০১:৩৬ পিএম সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।
এর আগে, রাতে ঝিনাইদহের সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে র‌্যাব-১১ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান হাবু (৪২) নারায়ণগঞ্জের সোঁনারগাওয়ের জামপুর এলাকার আতশ আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক জানান, ভিকটিম একজন প্রতিবন্ধী নাবালিকা তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মতো গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টায় ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ি থেকে রাউৎগাও যাওয়ার পথে আসামি হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছালে আসামি ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু না বলতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভিকটিমকে ছেড়ে দেন আসামি হাবিবুর রহমান হাবু। এরই ধারাবাহিকতায় ভিকটিমের মা বাদী হয়ে আসামি হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে র‌্যাব-১১ ও র‌্যাব-৬ যৌথ অভিযানে আসামি হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Side banner