• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

ডিমলায় ২৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক 


বাঞ্ছারামপুর বার্তা | মো. সুজন ইসলাম ডিসেম্বর ২১, ২০২৪, ০১:২৪ পিএম ডিমলায় ২৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক 

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ২৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর চৌকস অভিযানিক দল। 
শুক্রবার (২০ ডিসেম্বর) র‌্যাব-১৩ সিপিসি-২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নীলফামারী র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. সাইফুল্লাহ নাঈম। 
তিনি জানান, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি নামক এলাকা থেকে এসব ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বহুদিন ধরে তারা  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।
আটকৃতরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার পশ্চিম ফকিরপাড়া গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭) ও একই এলাকার মো. আনসার আলী ছেলে মো. আশাদুল ইসলাম (২৭)। জব্দ হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
আটকদের নামে মাদক পাচার আইনে মামলা দিয়ে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ডিমলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. নুর ইসলাম বলেন, র‌্যাব দুই আসামীকে ফেনসিডিলসহ থানায় সোপর্দ করেছে। আমরা নীলফামারীর বিজ্ঞ আদালতে পাঠিয়ে দিয়েছি।

Side banner