• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.
মানি লন্ডারিং আইনে

লালমনিরহাটের আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের


বাঞ্ছারামপুর বার্তা | মিজানুর রহমান মিলন নভেম্বর ১, ২০২৪, ১২:০০ পিএম লালমনিরহাটের আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লালমনিরহাট জেলার সদর থানার মৃত বাচ্চু খানের ছেলে আওয়ামী লীগ নেতা হুন্ডি সুমন ওরফে মো. সাখাওয়াত হোসেনের (৪৬) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় অবৈধ সম্পদ অর্জনের কারণে সিআইডি, লালমনিরহাট ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলা দায়ের করেছে। লালমনিরহাট সদর থানার মামলা নং-৬১। 
মামলার সূত্র ও সিআইডি লালমনিরহাট এর প্রেস নোট সূত্রে জানা যায়, তার অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল, বিশাল অট্টালিকা  এবং অন্যান্য ব্যবসাসহ চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে প্রেডিকেট অপরাধের বিষয়ে মামলা করেন সিআইডি লালমনিরহাট জেলার এএসপি মোহাম্মদ আবদুল হাই সরকার।
মামলায় উল্লেখ্য, হুন্ডি সুমন খানের ব্যাংকে জমা ২৩৭,৪৯,৪৮,৭৬০/- (দুইশত সাইত্রিশ কোটি উনপঞ্চাশ লক্ষ আটচল্লিশ হাজার সাতশত ষাট) টাকা।
সুমন খানের স্ত্রী মোছাঃ নাহিদা অক্তার রুমা (৪৩) এর ব্যাংক একাউন্টে ৪,৩৯,৩৫,৩১০/-(চার কোটি উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশত দশ) টাকা জমা হয়।
এদিকে সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার নিবাসী হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুম (৩৮) এর ব্যাংক একাউন্টে ১৮৬,৯৫,৬২,১২৭/- (একশত ছিয়াশি কোটি পঁচানব্বই লক্ষ একষট্টি হাজার একশত সাতাশ) টাকা জমা হয়। বৈধ আয়ের উৎস না থাকলেও বিপুল পরিমান অর্থের জমা, স্থানান্তর ও রুপান্তর করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
সচেতন মহলের দাবী এর বাহিরে আর কি পরিমাণ সম্পদ আছে তা জানার দরকার। 
মামলার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের।

Side banner