• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
Bancharampur Barta
Bongosoft Ltd.

লালপুরে ইউনিয়ন ভিত্তিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | ইব্রাহিম হোসেন  অক্টোবর ২৯, ২০২৪, ১১:১৮ এএম লালপুরে ইউনিয়ন ভিত্তিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় লালপুর থানার উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়নের বিট অফিসার এস আই আব্দুল আলীমের সঞ্চালনায় সকাল ১০টায় দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে লালপুর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। 
এ সময় সকলের উদ্দেশ্যে ওসি জানান, বর্তমান পরিস্থিতিতে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেক্ষেত্রে সবাইকে নজর রাখতে হবে। চারিদিকে চুরি, ধর্ষণ, ছিনতাই যাতে বেড়ে উঠতে না পারে, বিশেষ করে মাদক ব্যবসায়ীদের দৌরাত্মাতে বৃদ্ধি না পায় সে ক্ষেত্রে তাৎক্ষণিক আমাকে জানাবেন। মাদক ব্যবসায়ীদের পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করবেন নাম গোপনীয়তা বজায় থাকবে। 
ইউনিয়ন ভিত্তিক আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মকছেদ আলী কবিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক  ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুয়ারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, আবদুল মতিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী, সদস্য সচিব আলীমুদ্দন প্রমুখ।

Side banner