• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ভারত পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৪, ২০২৫, ০৮:০২ পিএম ভারত পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে।
গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় চার নম্বরে আছে ভারত। আগেরবারও ভারত চার নম্বরেই ছিল। শুধু ২০২৪ সালে নয়, ২০০৬ সাল থেকেই লাগাতার চতুর্থ স্থানে আছে দেশটি। ২০০৫ সালে ভারত পঞ্চম স্থানে ছিল।  
অপরদিকে ২০২৫ সালে এই তালিকার ১২ নম্বরে রয়েছে পাকিস্তান। গত বছর ছিল ৯ নম্বরে। 
স্থলভাগ 
ভারত: গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের হাতে ৪,২০১টি ট্যাঙ্ক আছে। গাড়ি আছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৪টি। সেলফ-প্রপেলড আর্টিলারির সংখ্যা হলো ১০০। আর ২৬৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএসআরএস) আছে ভারতের হাতে। 
পাকিস্তান: ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ২,৬২৭টি। ১৭ হাজার ৫১৬টি গাড়ি আছে। সেলফ-প্রপেলড আর্টিলারি আছে ৬৬২টি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের (এমএসআরএস) সংখ্যা ৬০০। 
আকাশপথ 
ভারত: মোট এয়ারক্রাফটের সংখ্যা ২,২২৯টি। যুদ্ধবিমান আছে ৫১৩টি। হেলিকপ্টার আছে ৮৯৯টি। এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ৮০টি। 
পাকিস্তান: পাকিস্তানের হাতে মোট ১,৩৯৯টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমানের সংখ্যা ৩২৮ এবং হেলিকপ্টার আছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হলো ৫৭। 
নৌপথ
ভারত: গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের হাতে ২৯৩টি ‘অ্যাসেট’ আছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি। ডেস্ট্রয়ার আছে ১৩টি। ১৪টি ফ্রিগেট আছে। সাবমেরিন আছে ১৮টি। এছাড়া প্যাট্রোলিং ভেসেলের সংখ্যা ১৩৫টি। 
পাকিস্তান: দেশটির ‘অ্যাসেট’-র সংখ্যা ১২১টি। তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই। ৯টি ফ্রিগেট, আটটি সাবমেরিন এবং ৬৯টি প্যাট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে। 
সূত্র: হিন্দুস্তান টাইমস, গ্লোবাল ফায়ার পাওয়ার-২০২৫

Side banner