যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আমদানি শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভিয়েতনাম। অন্যদিকে মার্কিন পণ্যের ওপর শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে কম্বোডিয়া। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইউনিভার্সেল ট্যারিফের আওতায় ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ ও কম্বোডিয়ার ওপর ৪৯ শতাংশ শুল্ক আরোপ করে। আরোপিত শুল্ক কমিয়ে আনার জন্যই এ পদক্ষেপ নিয়েছে দেশ দুটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লাম শুক্রবার এক টেলিফোন আলাপে শুল্ক প্রত্যাহার নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। ট্রাম্প এ আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে আখ্যায়িত করেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে লিখেছেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লামের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন চুক্তি হলে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনতে চায়। আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি।
তো লামও এ আলোচনা ও শুল্ক কমানোর অঙ্গীকার নিশ্চিত করেছেন। ভিয়েতনাম সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তো লাম যুক্তরাষ্ট্রের কাছে একই ধরনের শুল্ক হার প্রয়োগের অনুরোধ করেছেন। দুই নেতা শুল্ক নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করার জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। এছাড়া ট্রাম্প ভিয়েতনাম সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
অন্যদিকে, কম্বোডিয়া শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের পণ্যের ওপর ৪৯ শতাংশ শুল্ক স্থগিত করার অনুরোধ জানিয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেট ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেছেন, কম্বোডিয়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা করতে চায়।
চিঠিতে তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে কম্বোডিয়া যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
হুন ম্যানেট বলেন, কম্বোডিয়া যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে উভয় দেশ ও জনগণ এ গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক থেকে বাস্তব সুবিধা পেতে পারে।
বাংলাদেশের মতো ভিয়েতনাম ও কম্বোডিয়া দুটি দেশই যুক্তরাষ্ট্রে বিপুল তৈরি পোশাক রফতানি করে। ট্রাম্প শুল্ক বাড়ানোর ঘোষণায় এ দুটি দেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়েছে। এর মধ্যেই তারা শুল্ক কমানোর কথা জানিয়েছে।
আপনার মতামত লিখুন : :